Published : Wednesday, 13 January, 2021 at 9:22 PM, Update: 13.01.2021 10:56:10 PM, Count : 280
যশোর জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সামসুল হুদা ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাদের দু’জনকে প্রথমে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে মঙ্গলবার রাতে দেলোয়ার হোসেন খোকনকে এবং তার দু’দিন আগে সামসুল হুদাকে ঢাকায় রেফার করা হয়েছে। সামসুল হুদা বর্তমানে ঢাকার নিউরো সায়েন্স ইনস্টিটিউটে ও দেলোয়ার হোসেন খোকন ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে,এ দু’ নেতার সুস্থতা কামনা করে শুক্রবার বিভিন্ন মসজিদে দোয়ার আয়োজন করেছে নগর বিএনপি।