Published : Wednesday, 13 January, 2021 at 9:37 PM, Count : 479

যশোরের চৌগাছা পৌরসভা নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ থেকে দ্বিতীয় বারের মত দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য নূর উদ্দীন আলম মামুন হিমেল। বুধবার আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তে তাকে মনোনয়ন দেয়া হয়েছে।
দলীয় সূত্র জানিয়েছে, বুধবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। চৌগাছা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে আটজন মনোনয়ন ফরম ক্রয় করেন। মনোনয়ন বোর্ড বর্তমান মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেলকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদি মাসুদ চৌধুরী বলেন, ‘দলীয় একাধিক সূত্র আমাকে নিশ্চিত করেছে নূর উদ্দিন আলম মামুন হিমেল মনোনয়ন পেয়েছেন। তবে এখনো চিঠি হাতে পাওয়া যায়নি’।
মুঠোফোনে নূর উদ্দিন আল মামুন হিমেল বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন এজন্য আমি কৃতজ্ঞ। বঙ্গবন্ধুর আদর্শ ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিজয় নিশ্চিতের জন্য নেতাকর্মীদের সাথে নিয়ে একসাথে কাজ করবো।