Published : Thursday, 14 January, 2021 at 7:54 PM, Count : 226

অমল কুমার অধিকারীকে সভাপতি ও ডাক্তার নিরঞ্জন দাসকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট যশোরের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, সাংগঠনিক সম্পাদক ও প্রধান সমন্বয়কারী গোপাল চন্দ্র বিশ্বাস, সহসমন্বয়কারী শুভঙ্কর অধিকারী, সাংগঠনিক সম্পাদক কল্লোল, যুগ্ম সাংগঠনিক সম্পাদক শিপন অধিকারী, প্রচার সম্পাদক বুল্ল সিংহ, মহিলা বিষয়ক সম্পাদক রিতা পাড়ে, আইন সম্পাদক মাস্টার তপন, সরকার শেফালী দেবনাথ, প্রকৌশলী বিপ্লব অধিকারী, বরুণ দাস, উত্তম কুন্ডু, সুশীল অধিকারী, সঞ্জয় সাহা কমল, পিযুষ কুমার মৈত্র, মানিক বিশ্বাস প্রমুখ।