Published : Thursday, 14 January, 2021 at 8:00 PM, Count : 57

যশোরে অনুষ্ঠিত টি-২০ কাপ একাডেমি ক্রিকেটে জয় পেয়েছে যশোর ক্রিকেট কোচিং সেন্টার ও ক্লেমন আছিয়া ক্রিকেট ইনস্টিটিউট। বৃহস্পতিবার শামস্-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তাদের কাছে পরাজিত হয়েছে বেনাপোল ক্রিকেট একাডেমি ও মডেল ক্রিকেট একাডেমি।
জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট ডেভেলপমেন্ট কমিটির আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় দিনের প্রথম খেলায় টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে সব ক’টি উইকেট হারিয়ে ১০৬ রানের দলীয় ইনিংস গড়ে। দলের পক্ষে রনি ৪৪, সাব্বির ২৭ রান করেন। অতিরিক্ত হতে আসে ২৪ রান। বল হাতে যশোর ক্রিকেটের পক্ষে মেহেদী হাসান ১২ রানে নেন চারটি উইকেট। এছাড়া,তানভীর আহমেদ ও সাকিব হোসেন নেন একটি করে উইকেট।
পরে ব্যাটিংয়ে নেমে ১৬.২ ওভারে তিন উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে যশোর ক্রিকেট কোচিং সেন্টার। দলের হয়ে মারুফ হোসেন ২৭, শাহারিয়ার সাকিব অপরাজিত ৪১, রিয়াদ ১২ ও অভিক ঘোষ অপরাজিত ১৬ রান করেন। বল হাতে বেনাপোলের পক্ষে মহিবুল দু’টি ও মুন্না একটি উইকেট নেন।
দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হয় ক্লেমন আছিয়া ক্রিকেট ইনস্টিটিউট ও মডেল ক্রিকেট একাডেমি। টসে জিতে ব্যাটিংয়ে নেমে ক্লেমন আছিয়া নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৫৫ রানের দলীয় ইনিংস করে। দলের হয়ে মিকাইল ২২, তামিম আক্তার ৪৩, মেহেরাব হোসেন ৩৬ বলে চারটি বাউন্ডারির সাহায্যে ৫৩ রান করেন। অতিরিক্ত হতে আসে ২৮ রান। বল হাতে মডেল ক্রিকেটের পক্ষে রাব্বি তিনটি এবং ফারহান ও ইদ্রিস একটি করে উইকেট নেন।
জবাব দিতে নেমে নির্ধারিত ওভার শেষে নয় উইকেট হারিয়ে মডেল ক্রিকেট একাডেমি স্কোর বোর্ডে সংগ্রহ করে ৯২ রান। এর ফলে তারা পরাজিত হয় ৬৩ রানে। দলের হয়ে বিল্লাল ৪৩ রান করেন। বাকি ব্যাটসম্যানরা কেউ যেতে পারেননি দু’ অঙ্কের ঘরে। অতিরিক্ত হতে তারা সংগ্রহ করে ৯২ রান। বল হাতে রিয়াজুল ইসলাম,সাহিদুজ্জামান ও মেহেরাব হোসেন নেন দু’টি করে উইকেট। এছাড়া, একটি উইকেট নেন ইয়াসিন।