Published : Thursday, 14 January, 2021 at 8:54 PM, Count : 467
চাকরি ফিরে পাওয়ার দাবিতে চৌগাছার ফুলসারার জামিরা গ্রামের সোয়েব আক্তার বৃহস্পতিবার প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করেছেন। এসময় তিনি বলেন, ২০১৭ সালে চৌগাছা ডিগ্রি কলেজে ছাত্র অবস্থায় গ্রামের এক মারামারির ঘটনায় মামলা হয়। মামলার এজাহারে তার নাম থাকায় পুলিশ বাহিনীতে যোগ দেয়ার পর তিনি চাকরিচ্যুত হন। মামলায় তার ডাকনাম সাইফ উল্লেখ করা হয়। সোয়েব আক্তার দাবি করেন, জন্ম সনদ ও সার্টিফিকেট অনুযায়ী তার নাম সোয়েব আক্তার। কোনো ডাক নাম নেই। ষড়যন্ত্রমূলকভাবে মামলায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়। যে কারণে চাকরিচ্যুত হতে হয় তাকে। যা মামলার রায়ে প্রমাণিত হয়েছে। সোয়েব আক্তার এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত দোষীদের বিচার এবং শাস্তির দাবি করেন। এছাড়া, পুলিশের চাকরি ফিরে পেতে প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানান।