Published : Thursday, 14 January, 2021 at 9:02 PM, Count : 141

যশোরের চাঁচড়া ইউনিয়নে এমপি কাজী নাবিল আহমেদের পক্ষে কম্বল বিতরণ করা হয়। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে ইউনিয়ন আওয়ামী লীগের কর্মীসভা শেষে এ কম্বল বিতরণ করা হয়েছে। স্থানীয় সাড়াপোল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ ও যুবলীগসহ সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিমুজ্জামান মিলন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সেতারা খাতুন, চাঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার ওয়াজেদ আলী মোড়ল, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য নিবাস দাস,সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম মাজহার ও যুগ্ম আহ্বায়ক শহীদুজ্জামান শহিদ, এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি টিপু সুলতান, সাধারণ সম্পাদক দিবাকর বকসী, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সাজ্জাদ হোসেন বাবু, আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন সরদার প্রমুখ।