Published : Friday, 15 January, 2021 at 9:21 PM, Update: 15.01.2021 10:02:16 PM, Count : 292

হাঁটার সাথী যশোরের বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিনোদিয়া ফ্যামিলি পার্কে দিনব্যাপী সংগঠনের সদস্যরা পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে আনন্দে মেতেছিলেন। আয়োজনের মধ্যে ছিল ক্রীড়া প্রতিযোগিতা, র্যাফেল ড্র, পুরস্কার বিতরণ, আপ্যায়ন ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও যশোর মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক এএইচএম আব্দুর রউফ।
সম্মিানিত অতিথি ছিলেন বিএমএ যশোরের সাধারণ সম্পাদক এমএ বাশার ও যশোর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আক্তারুজ্জমান।
অনুষ্ঠান পরিচালনা করেন যশোর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ও প্রসূতি বিভাগের সহকারী অধ্যাপক রবিউল ইসলাম।