Published : Saturday, 16 January, 2021 at 12:47 PM, Count : 105

র্যাব-৬ এর একটি দল আট কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে আটক করেছে। শনিবার ভোরে চুয়াডাঙ্গার সরোজগঞ্জ থেকে জিনারুল নামে ওই কারবারীকে আটক ও গাঁজা উদ্ধার করা হয়।
সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কামাল উদ্দিনের নেতৃত্বে র্যাবের একটি দল শনিবার (১৬ জানুয়ারি) ভোর ৫টা ৫০ মিনিটে সরোজগঞ্জ এলাকার চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়ক থেকে জিনারুল হোসেনকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করেন। এসময় তার দখলে থাকা আট কেজি গাঁজা জব্দ করা হয়।
আটক জিনারুল হোসেন চুয়াডাঙ্গার হানুরা বারাদি এলাকার মৃত হযরত মালিতার ছেলে। র্যাব সদস্যরা তার মোবাইল ফোনসেটটিও জব্দ করেন। তাকে জব্দ গাঁজাসহ চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।