Published : Sunday, 17 January, 2021 at 7:06 PM, Update: 17.01.2021 8:04:22 PM, Count : 150

ঝিকরগাছায় এক স্কুল ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর মা অভি ইসলাম প্রান্ত (২৬) নামে এক যুবকের বিরুদ্ধে শনিবার রাতে ঝিকরগাছা থানায় মামলা করেছেন। যার নম্বর ২১/১১।
মামলায় উল্লেখ করা হয়েছে, গত ১৪ জানুয়ারি বিকেলে ওই স্কুলছাত্রী প্রাইভেট পড়ার জন্য বেরিয়ে ঝিকরগাছা হাসপাতাল সংলগ্ন রাস্তার ওপর আসলে প্রান্ত নামে ওই যুবক তার গতিরোধ করে ভয় দেখিয়ে মোটরসাইকেলে করে নিয়ে যায়। নিজের বাড়িতে নিয়ে প্রান্ত ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে কাউকে না বলার ভয় দেখিয়ে ছেড়ে দেয়। ঘটনার দু’দিন পর সন্ত্রাসী অভি ইসলাম প্রান্ত ওই স্কুলছাত্রীর ফেসবুক মেসেঞ্জারে ধর্ষণের আপত্তিকর ছবি পাঠিয়ে এবং ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে ব্লাকমেইল করে। উপায়ান্তর না পেয়ে ওই স্কুলছাত্রীকে নিয়ে ঝিকরগাছা থানায় হাজির হয়ে শনিবার মামলা করেন তার মা।

মামলার বাদী জানান, বেশ কিছুদিন ধরে প্রান্ত তার মেয়েকে নানাভাবে বিরক্ত করছিল। তাকে সে নায়িকা বানানোর স্বপ্ন দেখায়। প্রান্ত ওই স্কুলছাত্রীকে বলতো ঢাকার পান্থপথে তার মামা ঝিকরগাছার কাজল রায়হানের অ্যাড ফার্ম আছে। তাকে সেখানে নিয়ে নাযিকা বানাবে। স্কুলছাত্রী তার প্রস্তাবে রাজি না হওয়ায় প্রান্ত তাকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণ করে। অভি ইসলাম প্রান্তর বিরুদ্ধে ঝিকরগাছা থানায় অস্ত্র, মাদক,সন্ত্রাসী কর্মকান্ডসহ ছয়-সাতটি মামলা রয়েছে। সে চিহ্নিত সন্ত্রাসী বলে পুলিশ জানিয়েছে।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ধর্ষককে আটকের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।