Published : Sunday, 17 January, 2021 at 7:54 PM, Count : 346

মাগুরার শালিখায় সড়ক দুর্ঘটনায় মিলন বিশ্বাস (৪০) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। নিহত মিলন যশোর সদর উপজেলার পুলেরহাট গ্রামের বুদো বিশ্বাসের ছেলে।
শালিখা থানার ওসি তরিকুল ইসলাম জানান,রোববার দুপুর দুটোর দিকে শতখালি এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীতমুখী কয়লাবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ট্রাকচালক মিলনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক অমিও দাস তাকে মৃত ঘোষণা করেন।
ডাক্তার অমিও দাস জানান,হাসপাতালে আসার আগেই মিলনের মৃত্যু হয়। মাথায় আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।