Published : Sunday, 17 January, 2021 at 8:36 PM, Count : 191

যশোরের বেনাপোল কাস্টমস হাউজের ভোল্ট ভেঙে প্রায় ২০ কেজি সোনা চুরির মামলায় কাস্টমসের সাবেক সহকারী রাজস্ব কর্মকর্তা ভোল্ট ইনচার্জ শহিদুল ইসলাম ও অলি উল্লাহর দু’দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামি শহিদুল ইসলাম বরিশালের অগৈলঝাড়া উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের মৃত আব্দুর রব মৃধা ও অলি উল্লাহ ব্রাক্ষ¥ণবাড়িয়ার বকসার চারুয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। রোববার রিমান্ড শুনানি শেষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামুনুর রহমান এ আদেশ দেন।
মামলার অভিযোগে জানা গেছে, ২০১৯ সালের ৭ নভেম্বরের রাত ৮ টা থেকে ১১ নভেম্বর সকাল ৮টার মধ্যে যেকোনো সময় বেনাপোল কাস্টমস হাউজের পুরাতন ভবনের ২য় তলার গোডাউনের তালা ভেঙে প্রবেশ করে চোরেরা। এরপর ভোল্টের তালা খুলে ১৯ কেজি তিনশ’১৮ দশমিক ৩ গ্রাম সোনা চুরি করে নিয়ে যায়। যার মূল্য ১০ কোটি ৪৩ লাখ ১৭ হাজার তিনশ’ ৬২ টাকা। ঘটনার সময় সিসি ক্যামেরা বন্ধ ছিল। বিষয়টি জানাজানি হলে কাস্টমস হাউজের রাজস্ব কর্মকর্তা এমদাদুল হক বাদী হয়ে অজ্ঞাত পরিচয়ের লোকজনকে আসামি করে পোর্ট থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গোডাউনে কর্মরত কয়েকজন কর্মকর্তাকে আটক করে আদালতে সোর্পদ করেন। তাদের দেয়া জবানবন্দি অনুযায়ী, গোডাউনের ওই দু’ সাবেক ইনচার্জ শহিদুল ইসলাম ও অলিউল্লাহকে গত ৭ জানুয়ারি পুলিশ ঢাকা থেকে আটক করে। তাদের দু’জনকে ১০ দিন করে রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করেন।