Published : Sunday, 17 January, 2021 at 9:05 PM, Count : 310

র্যাব-৬ খুলনার একটি টিম শুক্রবার রাতে যশোর শহরের বকচর এল মার্কেটের সামনে থেকে চারশ’ ৭৫ পিছ ইয়াবাসহ তিনজনকে আটক করেছে। আটককৃতরা হলেন,বকচর কবরস্থান রোডের মিজানুর রহমানের ছেলে শাহিন আলম, ষষ্টিতলা বিবি রোডের মৃত মোখলেছুর রহমানের ছেলে মীর মেহেদী হাসান ও বকচরের নূরুল হকের ছেলে ইকরামুল হক তুহিন। এসময় তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন ও একটি মেমোরিকার্ড জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে যশোর কোতোয়ালি মডেল থানায়।
খুলনা লবণচরা র্যাব-৬ সদর দপ্তরের এসআই আব্দুল খালেক জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে যশোর শহরের বকচর এল মার্কেটের সামনে থেকে শাহিন আলমকে দুশ’ পিছ, মীর মেহেদী হাসানকে দুশ’ পিছ ও ইকরামুল হক তুহিনকে ৭৫ পিছ ইয়াবাসহ আটক করা হয়। পরে তাদেরকে কোতোয়ালি থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা করা হয়েছে।