Published : Sunday, 17 January, 2021 at 9:14 PM, Count : 189

যশোরে সোহেল নামে এক যুবককে ছুরিকাঘাতের মামলায় চারজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই কামাল হোসেন এই চার্জশিট দিয়েছেন।
অভিযুক্তরা হলেন, সদর উপজেলার চুড়ামনকাটি দক্ষিণপাড়ার মোফাজ্জেল হোসেনের ছেলে মেহেদী হাসান রুনু, নওদাগ্রাম মোল্লাপাড়ার মৃত আব্দুল বারিকের ছেলে আবুল হোসেন, তার ছেলে সাজ্জাদুল ইসলাম ওরফে শিহাব ও চুড়ামনকাটির রবিউল ইসলাম ওরফে নবের ছেলে রুবেল।
মামলা সূত্রে জানা গেছে, নওদাগ্রাম মোল্লাপাড়ার বাসিন্দা সাবেক ইউপি সদস্য আবুল খায়েরের বারীনগর বাজারে খায়ের এন্টারপ্রাইজ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। গত বছরের ১৭ নভেম্বর সাড়ে ৮টার দিকে আবুল খায়েরের ছেলে সোহেল (৩২) বারীনগর বাজারের তাদের ওই ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কাশিমপুর রোডে আজাদের মুদি দোকানের সামনে পৌঁছালে পূর্বশত্রুতার জের ধরে উল্লিখিতরা তার ওপর চড়াও হয়। এদের মধ্যে আবুল হোসেন ও ছেলে শিহাব তাকে ঝাপটে ধরার পর মেহেদী হাসান রুনু চাকু দিয়ে তাকে আটটি ছুরিকাঘাত করে। এতে সোহেল গুরুতর জখম হন। ওই সময় তার পকেটে থাকা ৫৫ হাজার টাকা কেড়ে নেয় রুনু। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করেন আবুল খায়ের। এই মামলায় চার্জশিট দিয়েছে পুলিশ।