Published : Tuesday, 19 January, 2021 at 9:23 PM, Count : 244

যশোরের চাঁচড়া সাড়াপোল নিরিবিলি হ্যাচারির সামনে থেকে ১৮ জানুয়ারি রাতে ১শ’৭৫ বোতল ফেনসিডিলসহ দু’জনকে আটক করেছে পুলিশ। এরা হচ্ছে, ওই এলাকার আলমগীর ভূঁইয়ার ছেলে রাজিব ভূঁইয়া ও একই এলাকার জামাল শেখের ছেলে ছাইল। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় গভীর রাতে মাদক আইনে মামলা হয়েছে।
পুলিশ ১৯ জানুয়ারি দুপুরে তাদের আদালতে সোপর্দ করেছে।
চাঁচড়া ফাঁড়ির এএসআই মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, ওইদিন রাত ১০ টার পর গোপন খবর আসে ওই স্থানে ফেনসিডিল নিয়ে অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে রাত সোয়া ১০ টায় অভিযান চালিয়ে রাজিব ভূঁইয়া ও ছাইলকে আটক করা হয়। রাজিব ভূঁইয়ার দখল থেকে ৯০ বোতল ও ছাইলের দখল থেকে ৮৫ বোতল ফেনসিডিল উদ্ধার হয়।