Published : Tuesday, 19 January, 2021 at 9:45 PM, Update: 19.01.2021 10:12:05 PM, Count : 180

আগামী ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ কিংবা মার্চ মাসের শুরুতে পরীক্ষা নেয়ার বিষয়ে মতামত দিয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বিভিন্ন বিভাগের শ্রেণি প্রতিনিধিরা। একইসাথে পরীক্ষা নেয়ার পূর্বে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেয়ার দাবি জানিয়েছেন তারা।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের কেন্দ্রীয় গ্যালারিতে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের সকল বর্ষের শ্রেণি প্রতিনিধিদের সাথে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় শ্রেণি প্রতিনিধিরা কোভিড-১৯ অতিমারির সময় শিক্ষার্থীদের করণীয় বিষয়ে উন্মুক্তভাবে তাদের মতামত তুলে ধরেন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন যবিপ্রবির ডিনস কমিটির আহ্বায়ক ডক্টর নাসিম রেজা, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ডক্টর সৈয়দ মোহাম্মদ গালিব, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষেদের ডিন অধ্যাপক ডক্টর মৃত্যুঞ্জয় বিশআস, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষের ডিন অধ্যাপক ডক্টর জিয়াউল আমিন, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ডক্টর আব্দুল্লাহ আল মামুন, বিজ্ঞান অনুষদের ডিন ডক্টর সুমন চন্দ্র মোহন্ত, শিক্ষক সমিতির সহসভাপতি ডক্টর এসএম নুর আলম, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন প্রমুখ। মতবিনিময় সভা পরিচালনা করেন যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ডক্টর আলম হোসেন।