Published : Tuesday, 19 January, 2021 at 11:17 PM, Count : 202

যশোরের শার্শার বাগআঁচড়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে একটি অবৈধ ক্লিনিক সিলগালা করেছে। বিভিন্ন অনিয়মের অভিযোগে এ সময় ক্লিনিকের মালিক ডাক্তার আব্দুল মজিদকে এক লাখ টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার বেলা ১২টার সময় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথী।
শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী জানান, এলাকার লোকজন অভিযোগ করে বাগআঁচড়া বাজারে গ্রাম্য ডাক্তার ও কথিত নার্স দিয়ে চালানো হচ্ছে ওই ক্লিনিক। স্বাস্থ্যবিভাগের অনুমোদন ছাড়াই কথিত এই ক্লিনিকে রোগী দেখা ও প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষা করা এবং রোগী ভর্তির মতো কাজ চলে। এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় ক্লিনিক মালিক ডাক্তার আব্দুল মজিদকে এক লাখ টাকা জরিমানা এবং ক্লিনিকটি সিলগালা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথী বলেন, লাইসেন্সবিহীন অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধভাবে ক্লিনিকটি পরিচালনা করায় এলাকার মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে ছিল। এ কারণে অভিযান চালিয়ে বন্ধ করা হয়েছে।