Published : Wednesday, 20 January, 2021 at 8:28 PM, Count : 195

বুধবার যশোরের বাঘারপাড়া পৌর আওয়ামী লীগের এক বিশেষ সভা বুধবার অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচন উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।
সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক খান মোশারফ। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য অধ্যক্ষ আজগর আলী, উপজেলা যুবলীগের আহ্বায়ক রাজিব রায়, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক নৌকা প্রতীকের মেয়র প্রার্থী কামরুজ্জামান বাচ্চু ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্লা।
সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান, শচীন্দ্রনাথ বিশ্বাস, মুন্সি বাহার উদ্দিন, আওয়ামী লীগ নেতা গোলাম ছরোয়ার, পৌর আওয়ামী লীগ নেতা ফয়সাল আহমেদ মিল্টন, রিপন হোসেন, মাসুদ রানা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল হুসাইন নান্নু, যুবলীগ নেতা হাদীউজ্জামান হাদী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ, রাজিবুল ইসলাম ও টিপু সুলতান।