Published : Wednesday, 20 January, 2021 at 9:19 PM, Count : 169

যশোরের শার্শার বাগআঁচড়ায় এনজিওকর্মী পরিচয় দিয়ে এক নারীর বিরুদ্ধে ২৪ দিনের শিশুসন্তান চুরির অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে বাগআঁচড়া বাজারের রিফাত হোটেলে এ ঘটনা ঘটে। বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার এ তথ্য নিশ্চিত করেন।
চুরি যাওয়া শিশু তাসিনের মা জান্নাতুল বেগম শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের রুদ্রপুর গ্রামের আশরাফুলের স্ত্রী।
শিশুর মা জান্নাতুল জানান, ১৫ থেকে ২০ দিন আগে অজ্ঞাত এক নারী নিজেকে এনজিওকর্মী পরিচয় দিয়ে তাদের বাসায় গিয়ে গর্ভবতী কার্ড করে দেবে বলে জানায়। ওই নারী তাদের বাসায় গিয়ে বুধবার দুপুরে ৩০ হাজার টাকা দেবে বলে তাকে ও তার শ্বশুরকে বাগআঁচড়া বাজারে নিয়ে আসে। একপর্যায়ে নাস্তা করার জন্য বাগআঁচড়া বাজারের রিফাত হোটেলে প্রবেশ করেন তারা। অজ্ঞাত নারী তাসিনের মা ও দাদাকে নাস্তার টেবিলে বসিয়ে নাস্তা করান এবং তাসিনকে নিজের কাছে নিয়ে হোটেল থেকে কৌশলে বেরিয়ে পালিয়ে যান। এর কিছুক্ষণ পর হোটেলের চারপাশ এবং সড়কগুলো খোঁজাখুঁজি করে তার সন্তানসহ ওই নারীকে পাওয়া যায়নি।
বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার বলেন, ‘ভিডিও ফুটেজে অজ্ঞাত ওই নারীকে দেখা গেছে। শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছে।’