Published : Wednesday, 20 January, 2021 at 9:44 PM, Count : 100

যশোর শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত শেখ রাসেল ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে আরমান-সাহাদ জুটি। মঙ্গলবার রাতের খেলায় তারা ২-১ সেটে রনি-রাতুল জুটিকে পরাজিত করে।
প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অধ্যক্ষ লে.কর্নেল গোলাম মোস্তফা। এ সময় তিনি বলেন, করোনাভাইরাসের কারণে ক্লাস বন্ধ থাকায় শিক্ষার্থীদের মধ্যে যাতে জড়োতা সৃষ্টি না হয় সেজন্য স্বাস্থ্যবিধি মেনে ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহাবুব আলম লাভলু, শিক্ষাবোর্ডের কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি কামাল হোসেন ও সহসাধারণ সম্পাদক মুজিবুল হক।
অধ্যক্ষের সহধর্মিণী ডাক্তার সেলিনা আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ১০ম শ্রেণির ২১ ব্যাচ ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের আহ্বায়ক পরশ আহমেদ এবং যুগ্ম আহ্বায়ক তাহসিন রেসাদ। রেফারি ছিলেন শেখ জিয়ানুর রহমান প্রিন্স।