Published : Thursday, 21 January, 2021 at 7:00 PM, Count : 139

নজিরবিহীন সিদ্ধান্ত নিল ত্রিপুরার বিপ্লব দেবের সরকার। এবার থেকে ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন দেবে রাজ্য সরকার। রাজ্যের মন্ত্রিসভা এই প্রস্তাবে সিলমোহর দিয়েছে বলে জানিয়েছেন ত্রিপুরার শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে কুর্ণিশ জানিয়েছে পড়ুয়ারাও।
গত বছরের বাজেট অধিবেশনেই এই বিল এনেছিল ত্রিপুরার বিজেপি সরকার। সেখানে বলা হয়েছিল, ত্রিপুরায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির দেড় লক্ষ ছাত্রী আছে। তাঁদের স্বা্স্থ্যের কথা মাথায় রেখে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন দেওয়া হবে। এর জন্য ৪ কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়। বিধানসভা বিল পাশ হলেও মন্ত্রিসভার ছাড়পত্র পাওয়া বাকি ছিল। বুধবারই মন্ত্রিসভা এই প্রস্তাবে সিলমোহর দেয়। ফলে কয়েক মাসের মধ্যে এই প্রকল্পের কাজ শুরু হয়ে যাবে।
এ প্রসঙ্গে ত্রিপুরার শিক্ষামন্ত্রী রতনলাল নাথ জানান, ছাত্রীদের স্বাস্থ্যে কথা মাথায় রেখেই কিশোরী শুচিতা অভিযান প্রকল্প শুরু হচ্ছে। এই প্রকল্পে সুবিধা পাবে ১ লক্ষ ৬৮ হাজার ২৫২ জন পড়ুয়া। যার জন্য আগামী তিন বছর রাজ্যের কোষাগার থেকে ৩ কোটি ৬১ লক্ষ ৬৩ হাজার ২৪৮ টাকা খরচ হবে।
উল্লেখ্য, ২০১৪-১৫ সালে কেন্দ্রীয় সরকার দেশে ন্যাশনাল হেলথ মিশনের অন্তর্গত রাষ্ট্রীয় কিশোর স্বাস্থ্য কার্যক্রম প্রকল্প কার্যকর করে। যেখানে বলা হয়েছিল গ্রামাঞ্চলের মেয়েরা ১ টাকার বিনিময়ে স্যানিটারি ন্যাপকিন পাবেন। আশাকর্মীরা এই ন্যাপকিন সরবরাহ করবেন। এতে ২০ শতাংশ ভরতুকি দেবে কেন্দ্রীয় সরকার। সেই প্রকল্পকেই ত্রিপুরায় কার্যকর করল বিপ্লব দেবের মন্ত্রিসভা। তবে সেই প্রকল্পের নিয়মে কিছু রদবদল করা হয়েছে।