Published : Thursday, 21 January, 2021 at 8:03 PM, Count : 100
মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ ক্যারাম ফেডারেশনের আয়োজনে ও যশোর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থপনায় আগামী ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে ক্যারাম প্রতিযোগিতা। শামস্-উল-হুদা স্টেডিয়ামের আমেনা খাতুন গ্যালারিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় নারী ও পুরুষ খেলোয়াড়রা অংশ নিতে পারবেন। অংশগ্রহণে ইচ্ছুক প্রতিযোগীদের কোনো এন্ট্রি ফি দেয়া লাগবে না। বাংলাদেশ ক্যারাম ফেডারেশনের পক্ষ থেকে খেলোয়াড়দের আপ্যায়ন ও যাতায়াত খরচ প্রদান করা হবে। প্রতিযোগিতায় অংশ নিতে ইচ্ছুক খেলোয়াড়দের অফিস চলাকালীন জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে অথবা কোঅর্ডিনেটর মাহমুদ রিবনের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। সংস্থার সাধাারণ সম্পাদক ইয়াকুব কবির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।