Published : Thursday, 21 January, 2021 at 8:05 PM, Count : 96

বৃহস্পতিবার যশোরে অনুষ্ঠিত টি-২০ একাডেমি কাপ ক্রিকেটের প্রথম খেলায় মুসলিম ফ্রেন্ডস ও দ্বিতীয় খেলায় এসএস ক্রিকেট একাডেমি জয় পেয়েছে। তাদের কাছে পরাজয়ের স্বাদ নিয়েছে বেনাপোল ও এবি ক্রিকেট একাডেমি।
শামস্-উল-হুদা স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় অংশ নেয় মুসলিম ফ্রেন্ডস ক্রিকেট একাডেমি ও বেনাপোল ক্রিকেট একাডেমি। টসে হেরে ব্যাটিংয়ে নামে মুসলিম ফ্রেন্ডস। নির্ধারিত ২০ ওভারে তারা সাত উইকেট হারিয়ে ১০২ রানের দলীয় ইনিংস গড়ে। জবাব দিতে নেমে ১৭.৫ ওভারে ৬০ রানে গুটিয়ে যায় বেনাপোলের দলীয় ইনিংস। মুসলিম ফ্রেন্ডস জয় পায় ৪২ রানে।
ব্যাট হাতে মুসলিম ফ্রেন্ডসের পক্ষে লিখন হোসেন ৩৪ বলে ৩৩ ও তারকিক সিফাত ৫৩ বলে ৪৫ রান করেন। অতিরিক্ত হতে আসে ১৫ রান। বল হাতে বেনাপোলের পক্ষে রতন তিনটি, মুন্না দু’টি এবং একটি করে উইকেট তুলে নেন মহিবুল ও হাসান।
বেনাপোলের ব্যাটিং ইনিংসে একমাত্র ব্যাটসম্যান সজিব দু’অঙ্কের ঘরে রান করেন। তিনি ২০ বলে করেন ১০ রান। অতিরিক্ত হতে আসে ১২ রান। বল হাতে মুসলিম ফ্রেন্ডসের হয়ে তারকিক সিফাত চারটি, লিখন হোসেন ও আব্দুল্লাহ নেন দু’টি করে উইকেট।
একইস্থানে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় এস এস ক্রিকেট একাডেমি ও এবি ক্রিকেট একাডেমি। টস জিতে ব্যাটিংয়ে নামে এস এস ক্রিকেট। নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৩৭ রানের দলীয় ইনিংস গড়ে। পরে ব্যাটিংয়ে নেমে ১৭.৩ ওভারে ৮৩ রানে গুটিয়ে যায় এবি ক্রিকেট একাডেমির দলগত ইনিংস। এস এস ক্রিকেট জয় পায় ৫৪ রানে।
এস এস ক্রিকেট একাডেমির ব্যাটিং ইনিংসে অরূপ সিংহ রায় ৩৯ বলে ৪৯, আপন ২৮ বলে ১৯ রান করেন। মোস্তাফিজুর রহমান ১৩ বলে ১৫ রানে অপরাজিত ছিলেন। বল হাতে এবি ক্রিকেটের পক্ষে আহমেদ মহিন, আসিফ ও রিয়াদ শরীফ নেন একটি করে উইকেট।
এবি ক্রিকেট একাডেমির ব্যাটিং ইনিংসে মাহাবুব ২৭ বলে ১৫, আবু হুরাইরা ২০ বলে ১৪ রান করেন। সম্রাট ১৫ বলে ২২ রানে অপরাজিত ছিলেন। বল হাতে ধ্রুব তিনটি, সায়েম ও মাহিম দু’টি করে এবং আপন ও ফাহিম আউস নেন একটি করে উইকেট।