Published : Thursday, 21 January, 2021 at 8:07 PM, Count : 89

সৌহার্দ্যপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে বৃহস্পতিবার সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে আকরামুজ্জামান ৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী গোলাম মোস্তফা মুন্না ২৫ ভোট পেয়েছেন। প্রেসক্লাব যশোরে সকাল ১০ টা থেকে দুপুর একটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। নির্বাচনে ৬৪ জন ভোটারের প্রত্যেকেই ভোট প্রদান করেন। ভোট গ্রহণ শেষে দুপুর একটায় গণনা শুরু হয়। গণনা শেষে ঘোষণা করা হয় ফলাফল। ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আহসান কবীর। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য নূর ইসলাম ও শেখ আব্দুল্লাহ হুসাইন, বিএফইউজের যুগ্ম মহাসচিব সাকিরুল কবির রিটন, সদস্য গোপীনাথ দাস, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম,যশোর সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক তবিবর রহমান প্রমুখ।
এদিকে সাংবাদিক ইউনিয়ন যশোরের নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, ভারপ্রাপ্ত সম্পাদক আঞ্জুমানারা, নির্বাহী সম্পাদক আসাদ আসাদুজ্জামান, বার্তা সম্পাদক সরোয়ার হোসেন, সহকারী সম্পাদক মোহাম্মদ হাকিম ও জাহিদ আহমেদ লিটন, সিনিয়র রিপোর্টার ফয়সল ইসলামসহ কাগজ পরিবার।