Published : Friday, 22 January, 2021 at 1:33 PM, Count : 585

খুলনার ডুমুরিয়ায় পিকনিকের বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। দুর্ঘটনার শিকার পিকনিকের বাসটি খাদে পড়ে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল ৮টার দিকে বালিয়াখালি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ডুমুরিয়া ফায়ার সার্ভিস ও স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্যে জানা যায়, তমা পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো জ ১১-০৪৪৩) করে বেশ কিছু মানুষ সাতক্ষীরার দিকে পিকনিকে যাচ্ছিলেন। বাসটি খুলনার ডুমুরিয়া উপজেলার বালিয়াখালি ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক ডুমুরিয়া উপজেলার রানাই গ্রামের জাকির খানের ছেলে জাহিদ হোসোন (২৫) ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় বাসের কমপক্ষে ২০ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।
ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠিয়েছেন। খাদে পড়ে যাওয়া বাসটি উদ্ধারের চেষ্টা করছে। তবে চালক ও হেলপার পলাতক আছে।