Published : Friday, 22 January, 2021 at 4:01 PM, Count : 174

নৌদুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে
ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ করে ঘাট কতৃপক্ষ। পদ্মার মাঝে যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়ে ৬টি ফেরি।
ফেরি বন্ধ থাকায় উভয় প্রান্তের সড়কে সিরিয়ালে আটকা পড়েছে যাত্রীবাহি বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস, পন্যবাহি ট্রাকসহ কয়েকশ যানবাহন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালক ও যাত্রীরা।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আবদুল্লাহ রনি জানান, পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌ-দূর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করা হয়। কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল শুরু হবে। ফেরি বন্ধ থাকায় সিরিয়ালে রয়েছে যাত্রীবাহি বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস, পন্যবাহি ট্রাক।এরুটে ছোট বড় ১৬টি ফেরি চলাচল করছে বলেও তিনি জানান।