Published : Friday, 22 January, 2021 at 7:34 PM, Count : 124

দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি ফারাজী আজমল হোসেনের সহধর্মিনী এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের মিরপুর শাখার সাবেক ম্যানেজার (অপারেশন) ও ভাইস প্রেসিডেন্ট জিন্নাতুল বাকিয়া ছবি’র চেহলাম গতকাল (শুক্রবার) যশোরের অভয়নগর উপজেলার এক্তারপুর গ্রামে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে কোরআনখানি, বাদ জুম্মা এক্তারপুর মসজিদে দোয়া মাহফিল এবং মরহুমার কবর জিয়ারত করা হয়।
জিন্নাতুল বাকিয়া ছবি কিডনি প্রতিস্থাপন করার জন্য ১৫ সেপ্টেম্বর দিল্লি যান। ২২ অক্টোবর দিল্লি অ্যাপোলো হাসপাতালে তার কিডনি প্রতিস্থাপন করা হয় এবং তিনি সুস্থ হয়ে ওঠেন। ২৮ অক্টোবর তাকে হাসপাতাল থেকে রিলিজ করা হয়। কিন্তু ১১ নভেম্বর তার শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়। ৮ দিন পর থেকে তার অক্সিজেন কমতে থাকে। ১৯ নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ৪ ডিসেম্বর তার করোনা নেগেটিভ হয়। কিন্তু এরপর থেকে তার শ্বাসকষ্ট বাড়তে থাকে এবং নানা জটিলতা দেখা দেয়। একইসাথে দিল্লির অ্যাপোলো হাসপাতালের চিকিৎসায় নানা অনিয়ম দেখা দেয়। চিকিৎসকের অবহেলায় তার শরীরে জটিলতা বাড়তে থাকে।
১১ ডিসেম্বর রাত সাড়ে ৮টায় তিনি মারা যান। ১২ ডিসেম্বর মধ্যরাতে তার মরদেহ দেশে এসে পৌঁছায়। পরদিন তার দাফন সম্পন্ন হয়।