Published : Friday, 22 January, 2021 at 8:25 PM, Count : 376

যশোরের হামিদপুর থেকে এক লাখ ৯০ হাজার ইউএস ডলারসহ চার হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। আটককৃতরা হলেন, শার্শা উপজেলার গাতিপাড়া গ্রামের সলেমানের ছেলে মিঠু মন্ডল, ছোট আঁচড়া গ্রামের জাকির হোসেনের ছেলে শহিদুল ইসলাম, ললিতাদাহ গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে সোহেল রানা ও নওদাগ্রামের তোরাব আলীর ছেলে রাকিবুল হাসান সাগর। গোপন সংবাদের ভিত্তিতে ৪৯ বিজিবির অধিনায়ক লে.কর্নেল সেলিম রেজার নেতৃত্বে তাদেরকে আটক করা হয়।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, বেনাপোল থেকে চার যুবক বিপুল পরিমাণ ইউএস ডলার নিয়ে বাসে করে যশোর-নড়াইল সড়কের হামিদপুরে নেমেছে। তারা সেখানে ঢাকায় যেতে বাসের জন্য অপেক্ষা করছিল। বিজিবি সেখানে অভিযান চালালে তারা পালানোর চেষ্টা করে। তখন ধাওয়া করে তাদের আটক করা হয়। এরপর তাদের কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৯ বান্ডিল ইউএস ডলার উদ্ধার করে বিজিবি। প্রতি বান্ডিলে ১০ হাজার করে মোট এক লাখ ৯০ হাজার ইউএস ডলার ছিল। বাংলাদেশি টাকায় যার মূল্যমান এক কোটি ৬০ লাখ ৭২ হাজার।
আটককৃতরা হুন্ডি ও সোনা চোরাচালানের সাথে জড়িত। ওই চোরাচালানের অর্থ তারা নিয়ে যাচ্ছিল বলে জানিয়েছে বিজিবি। আটককৃতদের কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।