Published : Friday, 22 January, 2021 at 8:29 PM, Count : 159

আগামী ৩০ জানুয়ারি মণিরামপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসানের নৌকা প্রতীকের প্রচারণায় নেমেছেন যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ। শুক্রবার মণিরামপুর পৌরসভার বিভিন্ন এলাকায় নৌকার পক্ষে প্রচারণা শেষে সন্ধ্যায় স্থানীয় কাঁচা বাজার সমিতির উদ্যোগে পথসভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন তিনি।
হাসেম আলীর সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান। সিরাজুল ইসলাম সভাটি পরিচালনা করেন।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সদর উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল মতলেব বাবু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বশির আহমেদ খান, পৌর আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আমজাদ হোসেন, সন্দীপ ঘোষ, প্রভাষক আবুল হাসান, স ম আলাউদ্দীন, কাজী তাজাম্মুল হোসাইন টিটো, মুরাদুজ্জামান মুরাদ, ফজলুর রহমান, জাহাঙ্গীর হোসেনসহ আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও নৌকা প্রতীকের সমর্থকেরা।