Published : Friday, 22 January, 2021 at 8:45 PM, Count : 193

মুজিব শতবার্ষিকী উপলক্ষে গৃহহীনদের জন্য নির্মিত ঘর হস্তান্তর অনুষ্ঠান গতকাল সন্ধ্যায় ঝিকরগাছা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হয়েছে। যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর র্কমকর্তাদের সহযোগিতায় নির্মিত এই ঘর উপহার পেলেন ওয়ার্ডের জাহানারা বেগম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঘরের চাবি হস্তান্তর করেন যশোর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা (অব.) ডাক্তার অধ্যাপক নাসির উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা, উপজেলা আওয়ামী লীগে সহসভাপতি রমজান শরীফ বাদশা, ডাক্তার মোস্তাফিজুর রহমান মুসা, অ্যাডভোকেট আব্দুর কাদের আজাদ, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, ওসি আব্দুর রাজ্জাক, যশোর পল্লী বিদ্যুতের আবু বক্কর শিবলী, এজিএম আবু সাইদ এবং ঝিকরগাছা পল্লী বিদ্যুতের ডিজিএম দেবাশীর্ষ কুমার।