Published : Saturday, 23 January, 2021 at 8:36 PM, Count : 141

অবশেষে আগামী ৫ ফেব্রুয়ারি যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। দীর্ঘ কয়েক মাস পর এই তারিখ নির্ধারণ করা হলো।
নির্বাচন উপলক্ষে স্বাস্থ্য নীতি ও বিধিমালা নিয়ে পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের আসন্ন নির্বাচনে অংশগ্রহণেচ্ছুক ৬৩ জন প্রার্থীর সাথে শনিবার মতবিনিময় করেছে নির্বাচন পরিচালনা কমিটি। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান পিপি অ্যাডভোকেট ইদ্রিস আলী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য সচিব মাহাবুবুর রহমান মজনু, সদস্য অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও ইকবাল কবির জাহিদ। সভায় নির্বাচনে স্বাস্থ্য বিধিমালা কীভাবে পালন করা হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নির্বাচনের দিন কোনো অফিস কিংবা ক্যাম্প থাকবে না বলে সভায় সিদ্ধান্ত হয়েছে। ভোট কেন্দ্রে প্রবেশের আগে ভোটারদের মুখে মাস্ক পরিধান এবং হ্যান্ডস্যানিটাইজার ব্যবহার করতে হবে বলে সভা থেকে জানানো হয়েছে। সিদ্ধান্ত হয়েছে,ভোট কেন্দ্রে কোনো ধরনের মিছিল করা যাবে না। প্রার্থী ও সমর্থকরা যশোর-নড়াইল রোডের একটি অংশ ব্যবহার করতে পারবেন। ভোট কেন্দ্রে (সিটি কলেজ) কোনো প্রার্থী ক্যাম্পেইন করতে পারবেন না। আটটি উপজেলা ও বেনাপোল পৌরসভার ভোটারদের গাড়ি পাঠিয়ে ভোট কেন্দ্রে আনা হবে।