Published : Saturday, 23 January, 2021 at 8:43 PM, Count : 177

এক লোক কয়দিন ধইরে খুব টেনশনে আছে। কারন তার বাও ঠ্যাং হটাস নীল হইয়ে যাচ্চে। তাই নিয়ে হ্যানো কোন লোক নেই তার সাতে শলা পরমশশো করিনি। কার কতা শোনবে কার কতা শোনবে না ভাইবে সেই লোক গ্যালো শহরের এক বড় ডাক্তারের কাচে। এই টেস সেই টেস করায়ে ডাক্তার কলে তার ঠ্যাংয়ের অবস্তা করুণ, জরুলীভাবে অপারেশন কইরে ঠ্যাং কাইটে না ফেল্লি তার জান বাচানোই দুস্কর। তাই শুইনে লোকটা কাইন্দে বুড়োয়েচে। তকন ডাক্তার আইসে কচ্চে, জীবনের চাইতি কোন কিচুই বড় না। এট্টা ঠ্যাং গেলি যদি জীবন বাইচে যায় সিডা ভালো না! সেই লোক কচ্চে ঠ্যাং কাইটে ফেল্লি এক পা’ দিয়ে হাটপো কিরাম কইরে। তকন ডাক্তার বুদ্দি খচ্চা কইরে কচ্চে আপনি চালি আমরাই আপনারে এট্টা নকল ঠ্যাং লাগায় দিতি পারবো। তাই দিয়ে আপনি হাইটে চইলে বেড়াতি পারবেন। তেবে ঠ্যাংডা মুটা টাকা দিয়ে কিনতি হবে। লোকটা ভাইবে চিন্তে কচ্চে, যত টাকা লাগে লাগুক তবু নীল হওয়া ঠ্যাং কাইটে বদলী ঠ্যাং সে লাগাবেই।
ব্যস সাতে সাতে তারে ভত্তি কইরে ওটিতি নিয়ে অপরেশন কইরে ঠ্যাং কাইটে নকল ঠ্যাং লাগায় দেছে। সেই লোক বাড়ি ফিরে যাওয়ার কিচু দিন পর হটাস খিয়াল কইল্লো নকল ঠ্যাংডাও কেরমে কেরমে নীল হইয়ে যাচ্চে। তাই দেইকে সেতো ভয়তে আকাটা। এ কিরাম সম্ভব, নকল ঠ্যাংয়েতো কোন শিরে উপশিরে নেই। তালি নীল কি কইরে হচ্চে। হাউমাউ কইরে যাইয়ে পড়েচে সেই ডাক্তারের কাচে। ডাক্তারের চোক কপালে এ কি কইরে সম্ভব। নকল ঠ্যাং কিরাম কইরে নীল হতি পারে! ম্যালাক্ষণ ধইরে পরীক্কে নিরীক্কের পর ডাক্তারের মুকি হাসি ফুইটে উইটলো। লোকটাও আগ্রহ নিয়ে হা কইরে আচে কি হইলো শুনার জন্যি। ডাক্তার কলে রোগ ধইরে ফেলচি, আসলে আপনার ঠ্যাং নীল হওয়ার কারন হচ্চে আপনি যে নীল জিন্সির প্যান পরেন সিডায় পানি লাগলি রং উটে। তাই নীল দেকা যায়, উডা কোন সমিস্যা না!
একন চারিদিকি দেকতেচি আসল সমিস্যা পাশ কাটায়ে অইন্য জিনিসরে সুমকি আনা হচ্চে! পরে পুচায় দিয়ার পর বুজদি পাচ্চে কাজডা ঠিক হয়নি।
ইতি-
অভাগা আক্কেল চাচা
০১৭২৮৮৭১০০৩