Published : Saturday, 23 January, 2021 at 9:04 PM, Count : 226

পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল কৃষি কাজের মাধ্যমে সমবায়কে এগিয়ে নেয়া। ‘দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ’ নীতির মাধ্যমে এগিয়ে যাওয়ার পরামর্শ দিতেন বঙ্গবন্ধু। দেশের মানুষ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা পেয়েছে। এক সময়ের তলাবিহীন ঝুড়ি খ্যাত বাংলাদেশ এখন খাদ্য, পোশাকসহ অন্যান্য পণ্য রপ্তানি করে। মন্ত্রী শনিবার (ভাচ্যুর্য়াল মিটিং) যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে তিনদিনব্যাপী এগ্রিটেক বাংলাদেশ এক্সপোর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস আফরোজ, প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর নাথু রাম সরকার, গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর এছরাইল হোসেন, যশোর সরকারি হাঁস মুরগি খামারের সহকারী পরিচালক কৃষিবিদ সফিকুর রহমান, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি যশোরের সভাপতি সাকির আলী, যশোর মৎস্য ও হ্যাচারি মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুর রহমান গোলদার, চৌগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়, ফার্মা ও ফার্মের জেনারেল ম্যানেজার ডক্টর তাপস কুমার ঘোষ প্রমুখ। সঞ্চালনায় ছিলেন এগ্রোটেকের ম্যানেজিং ডিরেক্টর রাশেদুল হাসান।