Published : Sunday, 24 January, 2021 at 7:03 PM, Count : 152

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার অনুষ্ঠিত খেলায় পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শেখ রাসেল ক্রীড়া চক্র। খেলাটি শেষ হয় ১-১ গোলে। দুই অর্ধে হয় একটি করে গোল। প্রথম গোলের সুচনা করেন মোহামেডানের সুলেমান দিয়াবাত। পেনাল্টি থেকে তিনি গোলটি করেন। পরে জিয়াকার্লো লোপেজ রদ্রিগেজের হেডে সমতায় ফেরে শেখ রাসেল ক্রীড়া চক্র।
সম্ভাবনা জাগিয়েও জয়ে ফেরা হলো না মোহামেডানের। আরামবাগ ক্রীড়া সংঘকে ৩-০ গোলে হারিয়ে লিগ শুরু করা শন লেনের দল পরের ম্যাচে সাইফ স্পোর্টিংয়ের কাছে ২-১ ব্যবধানে হেরেছিল।
আর টানা দুই জয়ের পর পয়েন্ট হারাল শেখ রাসেল। ব্রাদার্স ইউনিয়নকে ২-১ গোলে হারিয়ে লিগে শুভসূচনা করা সাইফুল বারী টিটুর দল পরের ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির বিপক্ষে জিতেছিল ১-০ ব্যবধানে।
জয়ে ফিরতে মুখিয়ে থাকা মোহামেডান একাদশ মিনিটে প্রথম সুযোগ পায়। দিয়াবাতের কাছের পোস্টে নেওয়া শট কর্নারের বিনিময়ে ফেরান গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। কর্নারে মালির ফরোয়ার্ড দিয়াবাতের হেড যায় ক্রসবারের উপর দিয়ে।
এক মিনিটের ব্যবধানে দুটি সুযোগ নষ্ট হয় টানা দুই জয়ের আত্মবিশ্বাস নিয়ে খেলতে নামা শেখ রাসেলের। ২৫ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড লোপেজের শট দূরের পোস্ট দিয়ে বেরিয়ে যায়। পরের মিনিটে নাইজেরিয়ান ফরোয়ার্ড ওবি মোনেকের হেড যায় ক্রসবারের উপর দিয়ে।