Published : Sunday, 24 January, 2021 at 7:24 PM, Update: 24.01.2021 8:15:33 PM, Count : 300

ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে বিতর্কের কেন্দ্রে ‘তাণ্ডব’। ওয়েব সিরিজ তাণ্ডব নিয়ে নতুন ‘তাণ্ডব’ সৃষ্টি হয়েছে বলে মনে করছেন নেটিজনেরা। সিরিজ নিষিদ্ধ করার দাবি জানিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রকে একাধিক পিটিশন জমা পড়েছে। নতিস্বীকার করে, ওয়েব সিরিজের কিছু দৃশ্য ছেঁটেও ফেলেছে কর্তৃপক্ষ। তবে এতে তেমন প্রভাব পড়েনি!
এবার ওয়েব সিরিজের কলাকুশলীদের জিভ কেটে আনতে ১ কোটি রুপি পুরস্কার ঘোষণা করলেন ভারতের কট্টরপন্থি হিন্দু সংগঠন কর্ণি সেনা খবর ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের। ।
ওয়েব সিরিজের ট্রেলর প্রকাশর পরই ভগবান শিব এবং ভগবান রামের মানহানি করা হয়েছে বলে নেটিজেনদের একাংশের অভিযোগ করেন। সিরিজটি নিয়ে নিয়ে দেশজুড়ে বিতর্কের রেশ যেন কিছুতেই থামছে না। দিনদিন নানা মন্তব্যের মাধ্যমে এই বিতর্কে ঘি ঢালা হচ্ছে । মহারাষ্ট্র কর্ণি সেনা প্রধান অজয় সেঙ্গার এ ঘোষণা তার প্রমাণ ।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুসারে কর্ণি সেনা নেতা অজয় সেঙ্গার হুমকির সুরে বলেছেন, ‘সম্প্রতি মুক্তি পাওয়া সাইফ আলি খান অভিনীত ‘তাণ্ডব’ সিরিজের যে শিল্পীরা হিন্দু দেবতাকে অপমান করেছেন, তাদের জিভ কেটে আনলে ১ রুপি টাকা পুরস্কার দেব। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ‘তাণ্ডব’ নির্মাতারা ক্ষমা চেয়েছেন, তবে সেটা যথেষ্ট নয়।’