Published : Sunday, 24 January, 2021 at 7:35 PM, Count : 112

যশোরে চুরি যাওয়ার ১৫ ঘন্টা পর রিকসা উদ্ধার ও চোরকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ষষ্টিতলাপাড়ার চালক হাফিজুর রহমান থানায় মামলা করেছেন। আটককৃত চোরের নাম শফিকুল ইসলাম বাবু। সে খড়কী পীরবাড়ি এলাকার ভাড়াটিয়া। ২৪ জানুয়ারি তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
থানা সূত্র জানিয়েছে, ষষ্টিতলাপাড়া এলাকার ফিরোজ আহমেদ একটি রিকসা কিনে ওই এলাকার ভাড়াটিয়া সাতক্ষীরা কালিগঞ্জের হাফিজুর রহমানের কাছে ভাড়া দেন। ২৩ জানুয়ারি বিকেল ৩ টার দিকে চালক হাফিজুর দুপুরের খাবার খেতে রিকসাটি বাড়ির সামনে রেখে যান। ফিরে এসে দেখেন রিকসাটি নেই। এরপর তিনি আশে পাশে খুঁজে না পেয়ে থানায় অভিযোগ করেন। পুরাতন কসবা ফাঁড়ির এসআই জাহিদ হোসেন ঘটনার তদন্ত শুরু করেন। এক পর্যায়ে ২৪ জানুয়ারি ভোর ৬ টায় মণিরামপুরের হুমোতলা এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া রিকসাটি উদ্ধার করা হয়। একইসাথে আটক করা হয় চালক হাফিজুরের অতি পরিচিত শফিকুল ইসলাম বাবুকে। বাবু ষষ্টিতলাপাড়া এলাকায় ভাড়া থাকলেও গ্রামের বাড়ি সাতক্ষীরা কালিগঞ্জের নন্দীপুর বীরগঞ্জে।