Published : Sunday, 24 January, 2021 at 7:53 PM, Count : 145

রোববার যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত টি-২০ একাডেমি কাপ ক্রিকেটে অর্ধশত রানে জয় পেয়ে সেমিফাইনালের টিকিট সংগ্রহ করেছে মণিরামপুর ক্রিকেট একাডেমি। তাদের কাছে পরাজিত হয়েছে এবি ক্রিকেট একাডেমি।
এর আগেই সেমির টিকিট সংগ্রহ করে নিয়েছে ‘এ’ গ্রুপ থেকে যশোর ক্রিকেট কোচিং সেন্টার। ‘বি’ গ্রুপ থেকে ক্লেমন আছিয়া ক্রিকেট ইনস্টিটিউট। ‘সি’ গ্রুপ থেকে মণিরামপুর ক্রিকেট একাডেমি। এছাড়া, তিন গ্রুপে নিট রান রেটে শীর্ষে থাকায় চতুর্থ দল হিসেবে সেমিতে খেলার ছাড়পত্র পেয়েছে কেশবপুর ক্রিকেট একাডেমি।
সোমবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে যশোর ক্রিকেট কোচিং সেন্টার ও মণিরামপুর ক্রিকেট একাডেমি। মঙ্গলবার দ্বিতীয় সেমিফাইনালে অংশ নেবে ক্লেমন আছিয়া ক্রিকেট ইনস্টিটিউট ও কেশবপুর ক্রিকেট একাডেমি।
রোববার ছিল গ্রুপ পর্বের শেষ ম্যাচ। ‘সি’ গ্রুপে থাকা দু’টি দল মুখোমুখি হয় এদিন। টসে হেরে ব্যাটিংয়ে নামে মণিরামপুর ক্রিকেট একাডেমি। নির্ধারিত ২০ ওভারে তারা সাত উইকেট হারিয়ে ১৪৪ রানের দলীয় ইনিংস গড়ে। পরে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে এবি ক্রিকেট একাডেমি তাদের স্কোর বোর্ডে সংগ্রহ করে নয় উইকেটে ৯৪ রান। এর ফলে মণিরামপুর জয় পায় ৫০ রানে।
ব্যাট হাতে মণিরামপুরের পক্ষে লিয়ন হোসেন ২৩ বলে ২৩, শরিফুল ইসলাম ৪৫ বলে ৪৬, আসিফ হোসেন আট বলে ১৩ ও সাকিব রেজা নয় বলে ১৭ রানে অপরাজিত ছিলেন। বল হাতে এবি ক্রিকেটের পক্ষে রিফতি চারটি এবং একটি করে উইকেট নেন রাব্বি, স¤্রাট ও মুহিন।
এবি ক্রিকেটের ব্যাটিং ইনিংসে সাগর ২২ বলে ২৩, মাহাবুব ২৩ বলে ২২ ও আশিকুর ২১ বলে ১৬ রান করেন। বল হাতে মণিরামপুরের পক্ষে সাকিব হোসেন ও আসিফ নেন তিনটি করে উইকেট। একটি উইকেট দখল করেন শরিফুল।