Published : Sunday, 24 January, 2021 at 8:26 PM, Count : 134

চেক জালিয়াতি মামলায় ছয়মাসের সাজা ও সাত লাখ টাকা অর্থদন্ডপ্রাপ্ত ফিরোজ হোসেন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। সাজার রায়ের ২১ মাস পার হলেও পুলিশের সাথে সখ্য গড়ে তুলে এলাকায় বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন তিনি। বলছেন, পুলিশ তার কিছুই করতে পারবেনা। টাকাও তিনি ফেরত দেবেন না। বাদীকে পারলে কিছু করে নেয়ার হুঙ্কার দিচ্ছেন আসামি ফিরোজ। জানিয়েছেন বাদী আশিকুর। ফিরোজ মণিরামপুর উপজেলার চালকিডাঙ্গা গ্রামের রবিউল ইসলামের ছেলে। বিষয়টি নিয়ে উর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেছেন আশিকুর।
খোঁজ নিয়ে জানা যায়, ২০১৮ সালের ৭ আগস্ট যশোর সদর উপজেলার হৈবতপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে আশিকুর রহমান বাদী হয়ে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চেক জালিয়াতির মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন, ফিরোজের কাছে সাত লাখ ২৫ হাজার টাকা পাবেন। পরে ওই টাকার অনুকুলে ফিরোজ তার ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স মাহিন এন্টারপ্রাইজের নামে সোস্যাল ইসলামী ব্যাংকের একটি চেক প্রদান করেন। কিন্তু তা ডিজঅনার হয়। এ মামলায় ২০১৯ সালের ৪ এপ্রিল যুগ্ম দায়রা জজ শিমুল বিশ্বাস ফিরোজকে দোষী সাব্যস্ত করে ছয়মাসের বিনাশ্রম কারাদন্ড এবং পাওনা অর্থ বাদীকে ফেরতের আদেশ দেন। বাদী আশিকুরের অভিযোগ, ফিরোজ প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাকে আটক করছে না পুলিশ। উপরন্তু তাদেরকে নানা ধরনের হুমকি ধামকি দিচ্ছে।