Published : Sunday, 24 January, 2021 at 8:44 PM, Update: 24.01.2021 10:09:06 PM, Count : 291

কর্মস্থলে শেষ দায়িত্ব পালন শেষে বিদায় নিয়ে বাড়ি ফেরার পথে পৃথিবী থেকেই বিদায় নিয়েছেন সদর উদ্দিন (৬০)! মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন এই কলেজ শিক্ষক।
দুর্ঘটনাটি ঘটে রোববার বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ-কোলা সড়কের গাজীর বাজার নামক স্থানে। সদর উদ্দিন ছিলেন যশোরের বাঘারপাড়া ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাসের শিক্ষক। রোববার ছিল তার চাকরি জীবনের শেষ কর্মদিবস।
পরিবারের কাছ থেকে জানা গেছে, কলেজে সহকর্মী ও শিক্ষার্থীদের কাছ থেকে ফেয়ারওয়েল নিয়ে রোববার বিকেলে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন সদর উদ্দিন। পথিমধ্যে গাজীর বাজার নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক পিলারে ধাক্কা খান। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু, হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।
নিহত সদর উদ্দিনের বাড়ি ঝিনাইদহের আদর্শপাড়ায়।
কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মতলেবুর রহমান সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।