Published : Sunday, 24 January, 2021 at 8:48 PM, Count : 120

নড়াইলের কালিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বড়কালিয়ার ঘোষপাড়ার কার্যালয়ে শনিবার রাত ১টার দিকে আগুন দেয়া হয়। এতে কার্যালয়ের কাপড় ও নৌকা প্রতীক পুড়ে যায়। ঘটনাস্থল থেকে দু’টি বোমাসদৃশ্য বস্তু ও দু’টি ছ্যানদা উদ্ধার করেছে পুলিশ।
ঘটনার পর পরই নড়াইলের সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) রিপন চন্দ্র সরকার ও কালিয়া থানার ওসি শেখ কনি মিয়াসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
আগামী ৩০ জানুয়ারি কালিয়া পৌরসভা নির্বাচন। এ নির্বাচনে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান (হীরা)। স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বর্তমান মেয়র ফকির মুশফিকুর রহমান। তিনি কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহ্বায়ক। এছাড়া বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সহসভাপতি এসএম ওয়াহিদুজ্জামান (মিলু)।
নড়াইলের সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) রিপন চন্দ্র সরকার জানান, ঘটনাস্থল থেকে দু’টি বোমাসদৃশ্য বস্তু ও দু’টি ছ্যানদা উদ্ধার করা হয়েছে। আগুনে কার্যালয়ের কিছুটা পুড়েছে। এ ঘটনায় সংক্ষুব্দ পক্ষ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।