Published : Monday, 25 January, 2021 at 7:43 PM, Count : 126

যশোরের বাঘারপাড়ায় কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কিশোরী জুথি (১২) উপজেলার বারভাগ গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে। সোমবার সকালে থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শিশু জুথি দীর্ঘদিন ধরে পেটে ব্যথা, মাথা ব্যথা ও ব্রেনের সমস্যায় ভুগছিল। ধারণা করা হচ্ছে, এ কারণেই সে আত্মহত্যা করেছে। এলাকার লোকজন সোমবার সকালে গাছের সাথে তার মরদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ এসে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করে। মৃত্যুর সঠিক কারণ জানতে তার মরদেহ ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।