Published : Monday, 25 January, 2021 at 8:18 PM, Count : 142

আগামী ৩০ জানুয়ারি মণিরামপুর পৌরসভার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে প্রতিদ্বন্দ্বী ৫১ জন প্রার্থীর সাথে মতবিনিময় করেছে স্থানীয় প্রশাসন।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন যশোরের সিনিয়র নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. হুমায়ুন কবির। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান ও সহকারী পুলিশ সুপার (মণিরামপুর সার্কেল) সোয়েব আহমেদ খান।
উপজেলা নির্বাচন অফিসার সহিদুর রহমানের পরিচালনায় সভায় আরও বক্তৃতা করেন সহকারী কমিশনার (ভূমি) পলাশ কুমার দেবনাথ, ওসি রফিকুল ইসলাম, মেয়র প্রার্থী কাজী মাহমুদুল হাসান, অ্যাডভোকেট শহীদ মো. ইকবাল হোসেন এবং আলহাজ আবু তালেব।
এসময় মেয়র, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন।