Published : Monday, 25 January, 2021 at 10:25 PM, Update: 26.01.2021 12:14:16 AM, Count : 222

পাচারকারীদের প্রলোভনে পড়ে ভালো কাজের আশায় অবৈধপথে ভারতে গিয়ে আটকা পড়া ৩৮ কিশোর-কিশোরীকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এরা সবাই সে দেশের পুলিশের হাতে আটক হওয়ার পর বিভিন্ন মেয়াদে কারাভোগ করে। পরে ভারত ও বাংলাদেশের কয়েকটি বেসরকারি সংস্থার সহায়তায় সরকারি অনুমতি নিয়ে দেশে ফিরে আসতে সক্ষম হয়।
মানবাধিকার সংগঠন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক জানান, বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে সোমবার সন্ধ্যায় বাংলাদেশি ৩৮ কিশোর-কিশোরীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর করে ভারতীয় কর্তৃপক্ষ। এসময় তাদের সাথে দেশে আসেন
ভারতে নিযুক্ত বাংলাদেশি ডেপুটি হাই কমিশনার কার্যালয়ের ফাস্ট সেক্রেটারি শামীমা ইয়াসমিন। ফেরত আসা কিশোর-কিশোরীদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়। সেখান থেকে তিনটি বেসরকারি সংস্থা তাদেরকে জিম্মায় নেয়। রাতে তাদেরকে ঢাকা আহছানিয়া মিশনের যশোরের ভেকুটিয়া শেল্টারহোমে হেফাজতে রাখা হয়। সবার বসয় ১২ থেকে ১৮ বছর পর্যন্ত। তাদের বাড়ি বরিশাল, ফরিদপুর, নড়াইল, ঢাকা, সাতক্ষীরা, মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায়।
ভারতে নিযুক্ত বাংলাদেশি ডেপুটি হাই কমিশনার কার্যালয়ের ফাস্ট সেক্রেটারি শামীমা ইয়াসমিন বলেন, দালালের খপ্পরে পড়ে বিভিন্ন সময়ে ভালো কাজের আশায় এসব কিশোর-কিশোরী সীমান্তের অবৈধ পথে ভারতে পাড়ি জমায়। পরে তারা ভারতীয় পুলিশের হাতে আটক হয়। এরপর আদালতের মাধ্যমে কলকাতা ও বারাসাতের বেসরকারি সংস্থার শেল্টার হোমে ছিল। দু’ থেকে চার বছর সাজাভোগের পর সোমবার তাদের ফেরত পাঠায় ভারতীয় পুলিশ।
বিনয় কৃষ্ণ মল্লিক জানান, ভারতের রেসকিউ, লিলুয়া ও সুকন্যা ফাউন্ডেশন নামে তিনটি বেসরকারি সংস্থা আদালতের অনুমতি নিয়ে কিশোর-কিশোরীদের নিজেদের হেফাজতে নেয়। তাদের মাধ্যমে বাংলাদেশি রাইটস যশোর, জস্টিস অ্যান্ড কেয়ার এবং জাতীয় মহিলা আইনজীবী সমিতি খবর পেয়ে পরিবারের সদস্যদের শনাক্ত করে। প্রয়োজনীয় সকল কাগজপত্র সংগ্রহ করে ভারতে পাঠানোর পর দু’ দেশের সরকারের সম্মতিতে ৩৮ জনকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত পাঠানো হয়।
ওসি জানান, ফেরত আসাদের মধ্যে আটজনকে জাস্টিস অ্যান্ড কেয়ার, রাইটস যশোর ২৩ জনকে এবং জাতীয় মহিলা আইনজীবী সমিতি সাতজনকে হেফাজতে নিয়েছে। তাদের সবাইকে নিজ নিজ পরিবারে ফিরিয়ে দেয়া হবে বলে জানান রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক। তার আগ পর্যন্ত সবাইকে শেল্টারহোমে রাখা হবে।