Published : Monday, 25 January, 2021 at 10:48 PM, Update: 26.01.2021 12:32:15 AM, Count : 1199

যশোর পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে ঢাকায় এ পর্যন্ত আবেদনপত্র জমা দিয়েছেন বর্তমান মেয়র রেন্টুসহ সাত জন। আরও দু’একজন এ আবেদন জমা দেবেন বলে শোনা যাচ্ছে।
ঢাকা থেকে একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সোমবার পর্যন্ত ঢাকায় যশোর পৌরসভার মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী সাত জন আবেদনপত্র জমা দিয়েছেন। ধানমন্ডি ৩ এ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দলীয় কার্যালয়ে এ আবেদনপত্র জমা নেন কেন্দ্রীয় নেতা আলাউদ্দিন। এদিন পর্যন্ত আবেদনপত্র জমা দিয়েছেন যশোর পৌরসভার বর্তমান মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হায়দার গণি খান পলাশ, সাংগঠনিক সম্পাদক মোস্তফা ফরিদ আহম্মেদ চৌধুরী, আওয়ামী লীগ নেতা হুমায়ূন কবীর কবু, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোকছিমুল বারী অপু, জেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি কাজী আব্দুস সবুর হেলাল ও জেলা যুব মহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী। আজ অথবা আগামীকাল আবেদন ফরম জমা দেবেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুজামান মিঠু। এ ছাড়া আরও জমা দিতে পারেন দু’একজন নেতা। দায়িত্বশীল একাধিক সূত্র ঢাকা থেকে এসব তথ্য নিশ্চিৎ করেছে।
সূত্র জানায়, সোমবার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টুর আবেদন ফরম জমা দেয়ার সময় সাথে ছিলেন যশোর শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, সাধারন সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপুসহ বেশ কয়েকজন নেতা-কর্মী।
মঞ্জুন্নাহার নাজনীন সোনালীর আবেদন ফরম জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মেহেদী হাসান মিন্টু, জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি আওয়ামী লীগ নেতা ওয়াহিদুজ্জামান বাবলু প্রমূখ।
উল্লেখ্য, আগামী ২৮ ফেব্রুয়ারি যশোর পৌরসভার নির্বাচন। এতে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ২ ফেব্রুয়ারি। ১২ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। এ হিসেবে মনোনয়নপত্র জমা দেয়ার আগে ৩১ জানুয়ারির মধ্যে আওয়ামী লীগ তাদের দলীয় প্রার্থী ঘোষণা করতে পারে।