Published : Tuesday, 26 January, 2021 at 6:37 PM, Count : 320

বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে বলিউডে বড় পরিসরে তৈরি হতে যাচ্ছে চলচ্চিত্র ‘১৯৭১’। মঙ্গলবার (২৬ জানুয়ারি) ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিগ বাজেটের এ চলচ্চিত্র নির্মাণের ঘোষণা করা হয়েছে বলে পিআইবি থেকে জানা গেছে।
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে ছবিটি তৈরি করা হচ্ছে । তবে এতে প্রাধান্য দেয়া হবে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর প্রধান স্যাম মানেকশকে। ‘দাবাং-৩’ ও ‘বীর দি ওয়েডিং’-খ্যাত প্রযোজক নিখিল দ্বিবেদি ‘১৯৭১’ নির্মাণের ঘোষণা দিয়েছেন । পাÐুলিপি ও শিল্পী চূড়ান্তের কাজ চলছে। সংবাদসম্মেলনের মাধ্যমে সবার নাম শিগগিরই ঘোষণা করতে চান প্রযোজক।
চলচ্চিত্রের গল্প নিয়ে নিখিল গণমাধ্যমে জানিয়েছেন, ‘ এখানে সমরের পাশাপাশি মনস্তাত্বিক যুদ্ধ তুলে ধরা হবে। উত্তর আধুনিক যুগে কিভাবে জয়ী হতে হয়, সেটা ভারত দেখিয়েছে। শুধু সম্মুখ যুদ্ধ নয়, ১৯৭১ সালের ঘটনা হলো রাজনৈতিক ও কুটনৈতিকভাবে সফল একটি যুদ্ধ। দুটো যুদ্ধ ছবিতে চলবে সমান্তরালভাবে। ’
আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড ধরে ছবির কাজ করতে চেয়ে নিখিল আরও বলেছেন, ‘ যুদ্ধের সত্যিকারের ছবি আমাদের নেই। ‘১৯৭১’-এর মাধ্যমে সেটা করতে চাই। এটা যেন ঐতিহাসিক দলিল হয়ে ওঠে।’