Published : Tuesday, 26 January, 2021 at 8:21 PM, Count : 101

করোনাভাইরাসের কারণে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। বাতিল করেছে অনুর্ধ্ব-১৬ ও অনুর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ২০২১ সালে ফিফা অনুর্ধ্ব-১৭ ও অনুর্ধ্ব-২০ বিশ্বকাপ করোনার কারণে বাতিল করা হয়েছে। এশিয়ান তরুণ খেলোয়াড়দের স্বাস্ব্য সুরক্ষার বিষয়টি মাথায় রেখে আমরাও বাহরাইনের অনুর্ধ্ব-১৬ ও উজবেকিস্থানের অনুর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ বাতিলের সিদ্ধান্ত নিয়েছি।
২০২৩ সালে অনুষ্ঠিতব্য পরবর্তীয় আসরগুলোর স্বাগতিক হিসেবে বাহরাইন ও উজবেকিস্থানই থাকবে। একইসঙ্গে এএফসি অনুর্ধ্ব-২০ এশিয়ান কাপ আয়োজন করবে উজবেকিস্থান ফুটবল এসোসিয়েশন ও এএফসি অনুর্ধ্ব-১৭ এশিয়ান কাপ আয়োজন করবে বাহরাইন।
এএফসি আরো সিদ্ধান্ত নিয়েছে কুয়েতে অনুষ্ঠিতব্য এএফসি ফুটসাল চ্যাম্পিয়নশিপ ২০২০ ও ২০২১ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য এএফসি বিচ সকার এশিয়ান কাপও আপাতত আয়োজন করা সম্ভব হচ্ছেনা।