Published : Tuesday, 26 January, 2021 at 8:37 PM, Count : 260
ফরিদা বেগম নামে যশোরের অভয়নগর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের এক নারী গত ১৬ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় নিখোঁজ ফরিদার ভাই হারুনুর রশিদ অভয়নগর থানায় জিডি করেছেন। জিডিতে তিনি উল্লেখ করেছেন, তার বোন ৪৫ বছর বয়সী ফরিদা বেগম মানসিক ভারসাম্যহীন। গত ১০ জানুয়ারি সকাল ছয়টার দিকে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হন ফরিদা। সেই থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না। আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান না পাওয়া যায়নি এখনো পর্যন্ত। ফরিদার গায়ের রং ফর্সা, উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি এবং মুখমন্ডল লম্বাটে। বাড়ি থেকে বের হওয়ার সময় তার পরণে শাড়ি ছিল। কোনো সহৃদয় ব্যক্তি ফরিদার সন্ধান জানলে ০১৯১২-২০০৫০৪ ও ০১৭১০-১১০৩৯৬ নম্বরে জানাতে অনুরোধ করেছেন তার ভাই কামরুল ইসলাম ও হারুনুর রশিদ