Published : Tuesday, 26 January, 2021 at 9:18 PM, Update: 26.01.2021 9:40:43 PM, Count : 352

ঢাকায় চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে যশোরে ফিরলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু। মঙ্গলবার দুপুরে বিমানবন্দরে নেমে নেতাকর্মীদের সাথে নিয়ে শহরের বকুলতলার বঙ্গবন্ধু ম্যুরালে ফুলেল শ্রদ্ধা জানান তিনি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিরেন পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, উপশহর ইউপি চেয়ারম্যান এহসানুর রহমান লিটু, দেয়াড়া ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান, ছাত্রলীগের সাবেক নেতা শফিকুল ইসলাম জুয়েল, এসএম নিয়ামত উল্লাহ, শাহাজান কবীর শিপলু, জেলা যুবলীগের প্রচার সম্পাদক জাহিদ হাসান মিলনসহ পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ।