Published : Tuesday, 26 January, 2021 at 9:21 PM, Update: 27.01.2021 9:30:56 PM, Count : 597

রাজশাহী বিভাগীয় কমিশনার হলেন যশোরের সাবেক জেলা প্রশাসক ডক্টর মো. হুমায়ুন কবীর। ২৬ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে ০৫.০০.০০০০.১৩৯.১৯.০১৮.১৮-৩৭ স্মারকে সিনিয়র সহকারী সচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
ডক্টর হুমায়ুন কবীর জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি যশোরের ১২৯ তম জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক হিসেবে ২০১৪ সালের পহেলা জুলাই যোগদান করেন। ২০১৭ সালের ১৫ জুন পর্যন্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
অপরদিকে, রাজশাহীর বিভাগীয় কমিশনারের দায়িত্ব পালন করা অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারকে সচিব পদে পদোন্নতির পর নির্বাচন কমিশন সচিবালয়ে পদায়ন করা হয়েছে।