Published : Tuesday, 26 January, 2021 at 9:26 PM, Count : 739

যশোর বড় বাজারের ব্যবসায়ী গোবিন্দ সাহাকে দু’ বছরের সশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার যশোরের জেলা যুগ্ম দায়রা জজ আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাস এ আদেশ দেন। একইসাথে মামলার অপর তিন আসামিকে খালাস দেয়া হয়েছে। দন্ডপ্রাপ্ত আসামি গোবিন্দ সাহা শহরের বড় বাজারের হাটখোলা রোডের অরুণ কুমার সাহার ছেলে। খালাস পাওয়ারা হলেন,নড়াইলের কালিয়া উপজেলার বারইপাড়ার প্রভাত সাহার ছেলে যশোর শহরের বেজপাড়ার বাসিন্দা জয় গোপাল সাহা, যশোর সদর উপজেলার হাটবিলা গ্রামের হেমায়েত উল্লাহর ছেলে খলিলুর রহমান ও ইউসুফ আলী।
মামলা সূত্রে জানা যায়, ২০০১ সালের ১২ জানুয়ারি সিআইডি পুলিশের তৎকালীন এসআই অহিদুল ইসলাম যশোর শহরের বড় বাজার কালীবাড়ি এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে অবৈধভাবে আনা ভারতীয় একশ’ ১৫ বস্তা চিনি (প্রতি বস্তায় ৫০ কেজি) এবং একশ’ প্যাকেট গুঁড়া দুধ জব্দ করেন। ওই সময় গোবিন্দ সাহা এবং ট্রাকের চালক খলিলুর রহমান, হেলপার ইউসুফ আলীসহ চারজনকে আটক করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করেন এসআই অহিদুল ইসলাম। গোবিন্দ সাহা পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।