Published : Tuesday, 26 January, 2021 at 10:19 PM, Count : 157
যশোরের অভয়নগরে জমিজমা সংক্রান্ত বিষয়ে মামলা করে বিপাকে পড়েছেন ব্যবসায়ী শহিদুল। তিনি সমসপুর গ্রামের সোনা মিয়ার ছেলে। ওই এলাকার মৃত ফজর কারিগরের দু’ ছেলে আশরাফ গাজী ও কাদের গাজী এবং আশরাফের দু’ ছেলে আরাফাত ও রাতাত গাজীর বিরুদ্ধে যশোরের পৃথক দু’ আদালতে দু’টি মামলা করেন। এরপর থেকেই তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। বর্তমানে তারা নানা ধরনের হুমকি ধামকি দিচ্ছেন। এ কারণে বাধ্য হয়ে শহিদুল গত ২১ জানুয়ারি অভয়নগর থানায় সাধারণ ডায়েরি করেন। ডায়েরিতে তিনি উল্লেখ করেন, উল্লিখিত চারজন তাকে এবং তার পরিবারকে মারপিট ও খুন জখমের হুমকি ধামকি দিচ্ছে। তাদের হুমকির মুখে শহিদুল ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন শহিদুল।